মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন-এর পরিচালনায় ১৯৯২সন থেকে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পরিচালিত হয়ে আসছে ।
প্রতিটি শিক্ষা কেন্দ্র ও রিসোর্স সেন্টারের জন্য ১(এক) জন করে শিক্ষক ও কেয়ারটেকার নিয়োজিত রয়েছেন। মাঠ পর্যায়ে শিক্ষা কেন্দ্র ও রিসোর্স সেন্টার সমূহ নিবিড় ভাবে পরিদর্শনের জন্য জেলায় ০১ জন ফিল্ড অফিসার এবং প্রতি উপজেলায় ০১ জন করে ফিল্ড সুপারভাইজার নিয়োজিত রয়েছেন । তাছাড়া শিক্ষকদের প্রশিক্ষণের জন্য একজন মাস্টার ট্রেইনার নিয়োজিত আছেন। উপ-পরিচালক ও সহকারী পরিচালক মাঠ পর্যায়ে নিয়মিতভাবে পরিদর্শন করে থাকেন । প্রতি মাসে নিয়মিত ভাবে শিক্ষক ও কেয়ারটেকারদের নিয়ে সমন্বয় সভা করা হয় এবং সেখানে শিক্ষা অগ্রগতি, সন্ত্রাস-জঙ্গীবাদ-যৌতুক, নারী নির্যাতন-নারী ও শিশু পাচার রোধ, সেনিটেশন, মাদক, বৃক্ষরোপন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় ।
প্রকল্পের তিনটি সত্মরে পাঠদান করা হয়ে থাকে (প্রাক-প্রাথমিক, সহজ কুরআন শিক্ষা ও বয়স্ক)। প্রাক-প্রাথমিকসত্মরের প্রতিটি শিক্ষা কেন্দ্রে ৩০জন, সহজ কুরআনশিক্ষা কেন্দ্রে-৩৫জন শিক্ষার্থী এবং বয়স্ক সত্মরে ২৫জন করে শিক্ষার্থীকে শিক্ষাদান করা হয়। প্রাক-প্রাথমিক সত্মরের শিক্ষার্থীদেরকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজী, অংক বিষয়ে পাঠদান করা হয়। সহজ কুরআন শিক্ষা কেন্দ্রে শুদ্ধভাবে কুরআন শরীফ পাঠ শিক্ষাদান করা হয়। বয়স্ক শিক্ষার্থীদেরকে দ্বীনি শিক্ষাসহ বাংলা, অংক ও ইংরেজী বিষয়ে পাঠদান করা হয়। সেই সাথে মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে কৃষি তথ্য প্রযুক্তি, মৎস্যচাষ, পশুপালন, হাঁস মুরগীচাষ সর্ম্পকেও শিক্ষাদান করা হয়। প্রতিদিন ০৩ ঘন্টা করে পাঠদান করা হয় । শিক্ষা কোর্স সমূহ ১(এক) বৎসর মেয়াদী। প্রাক-প্রাথমিক কোর্সে ০১ বৎসর পাঠদান শেষে প্রকল্পের উদ্যেগেই কোর্স সম্পন্নকারী শিশু শিক্ষার্থীদেরকে নিকটস্থ প্রাথমিক বিদ্যালয় অথবা এবতেদায়ী মাদ্রাসায় ভর্তি করে দিয়ে
আনূষ্ঠানিক শিক্ষার সাথে সম্পৃক্ত করে দেয়া হয়। উলেস্নখ্য, বর্তমানে ২০১২-১৩ শিক্ষা বর্ষে প্রাক-প্রাথমিক সত্মরে ১৫,০৬০জন এবং সহজ কুরআন শিক্ষা সত্মরে ১০,৫৩৫জন বয়স্ক শিক্ষায় ৩০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। সাধারণত কেন্দ্র সমূহ মসজিদে বা মসজিদ সংলগ্ন মক্তবে পরিচালিত হয়। প্রতিটি শিক্ষা কেন্দ্রের জন্য মনিটরিং কমিটি রয়েছে । শিক্ষার্থীদেরকে প্রকল্পকর্তৃক সরবরাহকৃত হাজিরাখাতা, বই, শেস্নট, চক, ডাস্টার, চট, বস্ন্যাকবোর্ড ও সাইনবোর্ডসহ সকল প্রকার শিক্ষা উপকরণ বিনামূল্যে সরবরাহ করা হয় ।
সকল শিক্ষককে মাসিক- ২,০০০/- ও সাধারণ কেয়ারটেকারগণকে মাসিক ২,৫০০/-এবং মডেল কেয়ারটেকারকে মাসিক ৩,০০০/-টাকা সম্মানী প্রদান করা হয় । শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা নুন্যতম দাখিল/সমমান । দ্বীনি শিক্ষায় শিক্ষিত ও মসজিদের ইমামদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয় ।
এই প্রকল্পের শিক্ষাদান কার্যক্রম প্রতিটি এলাকার জনসাধারণের মধ্যে বিপুল সাড়া জাগাতে সক্ষম হয়েছে। সংশিস্নষ্ট এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্যগণ এই প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবগত আছেন। এ ছাড়াও সংশিস্নষ্ট উপজেলার সম্মানিত উপজেলা নিবার্হী অফিসারগণ উপজেলা মনিটরিং কমিটির সভাপতি এবং জেলা প্রশাসক মহোদয় জেলা মনিটরিং কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। এই প্রকল্পের পরিসর বৃদ্ধি পেলে শিক্ষার হার বৃদ্ধিতে যুগামত্মকারী পরিবর্তন আসবে বলে অভিজ্ঞমহল মনে করেন। অর্থের অভাবে যারা শিক্ষা লাভ করতে পারছে না তারা প্রাক-প্রাথমিক শিক্ষা লাভ করতে পারবে এবং প্রাথমিক বিদ্যালয়ে ড্রপ-আউট ক্রমান্বয়ে বন্ধ হয়ে যাবে বলে আশা করা যায়।
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জনবল সংক্রামত্ম তথ্য
ক্রমিক নং | পদবী | বিদ্যমান সংখ্যা | শুন্য পদের সংখ্যা | মন্তব্য |
1. | উপজেলার সংখ্যা | ১৩ টি |
|
|
2. | ফিল্ড অফিসার | ০১ জন | - |
|
3. | মাস্টার ট্রেইনার | ০১ জন |
|
|
4. | ফিল্ড সুপারভাইজার | ১২ জন | -- |
|
5. | মডেল কেয়ারটেকার | ০৯ জন | -- |
|
6. | সাধারণ কেয়ারটেকার | ১৬ জন | -- |
|
7. | শিক্ষক সংখ্যা | ৭২২ জন | - |
|
8. | শিক্ষিকা সংখ্যা | ১১২ জন |
|
|
9. | শ্রমিক (জেলা অফিসের জন্য) | ০১ জন | - |
|
| মোট (২ থেকে ৯) : | ৯৩৭জন | -- |
|
মসজিদভিত্তিকশিশু ও গণশিক্ষা কেন্দ্র ও রিসোর্স সেন্টারের তথ্য সমূহ শিক্ষা কেন্দ্র সংক্রান্ত তথ্য
শিক্ষাস্তর | কেন্দ্র সংখ্যা | শিক্ষার্থী সংখ্যা |
প্রাক-প্রাথমিকঃ- | ৪৬৩ টি | ১৭,১৬০ জন |
বয়স্কঃ- | ১২ টি | ৩০০ জন |
কুরআনশিক্ষাঃ- | ২৬২ টি | ১০,৫৩৫ জন |
মোটঃ- | ৭৩৭টি | ২৭,৯৯৫জন |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস