Wellcome to National Portal
Main Comtent Skiped

samprodik kormokando

. পুস্তক বিক্রয় কার্যক্রম: ইসলামের প্রচার ও প্রসারের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত সকল বই ২৫-৩৫% কমিশনে সর্বসাধারনের জন্য বিক্রয়ের ব্যবস্থা রয়েছে। এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ কমিশনে অর্থাৎ ৩৫-৪০% কমিশনে প্রস্তক বিক্রয় করা হয়।

. পাঠাগার কার্যক্রম: জেলার সর্বস্তরের জনসাধারনের মধ্যে ইসলামী জ্ঞানের প্রসারের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন অফিসে পাঠাগারের ব্যবস্থা রয়েছে।

. যাকাত সংগ্রহ বিতরণ কার্যক্রম: সরকারী নির্দেশনা মোতাবেক জেলায় সংগৃহীত যাকাতের ৫০% অর্থ দরিদ্রের মধ্যে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি, রিক্সা, ঠেলাগাড়ী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এবং ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ অফিস হতে প্রাপ্ত ফরমে আবেদন দাখিল করার পর সরেজমিনে তদন্ত ও যাচাই বাছাই করে আবেদন নিষ্পত্তি করা হয়।

 . ইমাম, মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টঃ ইমামদের আর্থিকভাবে স্বচ্ছল করার মাধ্যমে জাতীয় অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখার লক্ষ্যে ইমামদের সুদমুক্ত ঋণ ও আর্থিক সাহায্য প্রদান। ইসলামিক ফাউন্ডেশন  কিশোরগঞ্জ  অফিসে প্রাপ্য আবেদন ফরমে আবেদন দাখিলের পর ট্রাস্ট সদর দপ্তর কর্তৃক আবেদন নিষ্পত্তি করা হয়।

. ইমাম প্রশিক্ষণঃ ধর্মীয় জ্ঞানের পাশাপাশি আধুনিক বিজ্ঞান, পশুপালন, প্রজনন স্বাস্থ্য, HIV/AIDS সচেতনতা, বাল্যবিবাহ ও যৌতুক নিরোধ, মৎস্য চাষ, নারীর ক্ষমতায়ন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণের মধ্য দিয়ে ইমামগণকে দেশের আর্থ সামাজিক উন্নয়নে সম্পৃক্তকরণ। প্রতি তিন মাস পর পর প্রতি ব্যাচে ৬-৮ জন ইমামকে প্রশিক্ষণের জন্য কমিটির মাধ্যমে বাছাই করা হয়। পরিচালক, ইমাম প্রশিক্ষণ একাডেমী বরাবরে স্বহস্তে লিখিত আবেদনের সাথে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ইমামতির প্রত্যয়ন, ৪৫ দিনের ছুটি মঞ্জুরী পত্র ইত্যাদি কাগজপত্র জমা দিতে হয়।

. ইসলামী সাংস্কৃতিক কার্যক্রমঃ . শিশু কিশোরদের ইসলামী জ্ঞানের প্রসার, ধর্মীয় চেতনা ও মূল্যবোধের বিকাশ এবং অপসংস্কৃতি রোধের লক্ষ্যে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়ন ও পুরষ্কার বিতরণ করা হয়। . জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম দিবস উপলক্ষ্যে জাতীয় শিশু কিশোর দিবস উদযাপন করা হয়। জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রতি বছর আগস্ট মাসে সমগ্র দেশব্যাপী এবং জাতীয় পর্যায়ে ক্বিরাত ও হিফজ প্রতিযোগীতা অনুষ্ঠান। . তাফসির কার্যক্রম : পবিত্র রমজান মাসে উপজেলা ও জেলা পর্যায়ে মসজিদ ভিত্তিক পবিত্র কুরআনের তাফসীর মাহ্ফিল আয়োজন।

.জেলা চাঁদ দেখা কমিটির কার্যক্রমঃ জাতীয় চাঁদ দেখা কমিটিকে চাঁদ দেখা সংক্রান্ত তথ্য সরবরাহ করার জন্য জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে গঠিত ১০ সদস্য বিশিষ্ট জেলা চাঁদ দেখা কমিটির সভা আয়োজন ও ব্যবস্থাপনা।

 .মসজিদভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা কর্মসূচীঃ দেশের সার্বিক শিক্ষার হার বৃদ্ধি করার লক্ষ্যে জেলার ৪ থেকে ৬ বছরের শিশুদের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় এক বছর পাঠদান করে পর্যায়ক্রমে প্রাথমিক স্কুলে ভর্তি করণ। কেন্দ্র ও শিক্ষক নির্বাচন সম্পর্কিত বিস্তারিত তথ্য ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ  অফিস থেকে জানা যাবে।

. মসজিদভিত্তিক বয়স্ক শিক্ষা কর্মসূচীঃ দেশের ১৫ থেকে ৪৫ বছরের নিরক্ষর জনগণকে অক্ষরজ্ঞানসম্পন্ন করা, প্রাথমিক চিকিৎসা, বনায়ন, কৃষি মৎস্য চাষ, পশু পালন, পরিবার কল্যাণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, যৌতুক ও বাল্যবিবাহ নিরোধ ইত্যাদি সম্পর্কে ধারণা প্রদান। কেন্দ্র ও শিক্ষক নির্বাচন সম্পর্কিত বিস্তারিত তথ্য ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ  অফিস থেকে জানা যাবে।

 ১০. মসজিদভিত্তিক কুরআন শিক্ষা কর্মসূচীঃ দেশের ৬ থেকে ১০ বছর বয়সের সকল শিশুকে এক বছর পাঠদান করে পর্যায়ক্রমে সহি শুদ্ধভাবে পবিত্র কুরআন তিলাওয়াত শিক্ষা দান। কেন্দ্র ও শিক্ষক নির্বাচন সম্পর্কিত বিস্তারিত তথ্য ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ  অফিস থেকে জানা যাবে।

 ১১. রিসোর্স সেন্টার পরিচালনা: গণশিক্ষা কেন্দ্র সমূহ হতে শিক্ষা কার্যক্রম সমাপ্তকারী শিক্ষার্থী ও এলাকার জনগণের বই, পত্রিকা ইত্যাদি পড়ার সুযোগ সৃষ্টি করার মাধ্যমে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে রিসোর্স সেন্টার পরিচালনা। কেযার টেকার নির্বাচন সম্পর্কিত বিস্তারিত তথ্য ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ  অফিস থেকে জানা যাবে।

 ১২. মসজিদ পাঠাগার স্থাপন: দেশের সকল শ্রেণীর জনগণকে সমসাময়িক সকল বিষয়ে জ্ঞান আহরনের সুযোগ প্রদানের লক্ষ্যে মসজিদে পাঠাগার স্থাপন। মসজিদ পাঠাগার স্থাপন সম্পর্কিত বিস্তারিত তথ্য ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ  অফিস থেকে জানা যাবে।

 ১৩. মানব সম্পদ উন্নয়নে ধর্মীয় নেতাদের সম্পৃক্তকরণঃ মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে দেশের সর্বস্তরের জনসাধারণের behaviour ও attitude এ ইতিবাচক পরিবর্তন আনয়নের নিমিত্ত প্রভাবশালী ব্যক্তিবর্গ ও ধর্মীয় নেতা তথা ইমামগনকে এইচ.আই.ভি/এইডস্, যৌতুক ও বাল্য বিবাহ নিরোধ জেন্ডার ইস্যু, প্রজনন স্বাস্থ্য, পরিবার কল্যাণ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান।

 

 

 

কী সেবা কীভাবে পাবেন

ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ে নিন্মূক্ত সেবা প্রদাণ করা হয়:

 

১। মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কেন্দ্র: মসজিদ কমিটির মাধ্যম ইমামগণ উপপরিচালক বরাবর আবেদন করলে যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনা পূর্বক এ সেবা প্রদান করা হয়।

২। প্রশিক্ষণের জন্য ইমাম বাছাই: ইমাম প্রশিক্ষণ একডেমি কতৃক ইমামদের ৪৫ দিন ব্যাপি প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। প্রশিক্ষণ প্রদানে জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির আলোকে ইমামগণ সাদা কাগজে আবেদন করলে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বাছাই কমিটি আবেদন যাচাই বাছাই করে প্রশিক্ষণে প্রেরনের মাধ্যমে সেবা প্রদান করা হয়।

৩। মসজিদ পাঠাগার স্থাপন: বিনা মূল্যে বই ও আলমিরা প্রদান করা হয়ে থাকে। নির্ধারিত ফর্মে প্রাপ্ত আবেদন প্রকল্প দপ্তর কতৃক যাচাই বাছাই করে বই আলমিরা প্রদানের মাধ্যমে সেবা প্রদান করা হয়। ইসলামিক ফাউন্ডেশন জেলা লাইব্রেরী অফিস চলাকালীন সময়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত।

৪। অনুষ্ঠান আয়োজন: জাতীয় ধর্মীয় গুরুত্বপূর্ণ দিবসে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান বা মসজিদ কমিটি কতৃক আবেদন করা হলে তাদের প্রতিষ্ঠানে অনুষ্ঠান বাস্তবায়নের মাধ্যমে সেবা প্রদান করা হয়।

৫। চাদ দেখার খবর প্রদান : আরবি মাসের ২৯ তারিখে জেলা চাদ দেখার কমিটি সভা অনুষ্ঠিত হয়। টেলিফোন / মোবাইল বা ব্যাক্তিগত যোগাযোগের মাধ্যমে চাদ দেখার খবর আদান প্রদান করে সেবা প্রদান করা হয়।

৬। সাংস্কৃতিক প্রতিযোগিতা: প্রত্যেক বছর জেলা/বিভাগ এবং জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন, সনদ প্রদান ও পুরস্কার বিতরনের মাধ্যমে সেবা প্রদান করা হয়।

৭। মানব সম্পদ প্রশিক্ষণ: জনসম্পদকে মানব সম্পদে রুপান্তর করার উদ্দেশ্যে মানব সম্পদ উন্নয়ন প্রকল্পের কার্যক্রম অব্যহত রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করে সেবা প্রদান করা হয়। ইমামদেরকেগণশিক্ষা, পরিবারকল্যান, প্রাথমিকস্বাস্থ্যপরিচর্যাওপ্রাথমিকচিকিৎসা, কৃষি ও বনায়ন, পশু-পাখি পালন ও মৎস্য চাষ বিষয়ে ৪৫ দিন ব্যাপী প্রশিক্ষন এছাড়া ডেইরী ফার্ম, মৎস্য খামার, কৃষি ও বনায়ন, পরিবেশ দূষণ, সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধ, দূর্নীতি মুক্ত সমাজ গঠন,যৌতুক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন ও পাচার প্রতিরোধ, নারী অধিকার সংরক্ষন ইত্যাদি কাজে ইমামদেরকে সম্পৃক্ত করা হয়।

৮। হজ্ব ব্যবস্থাপনা: সরকারীভাবে হজ্ব গমনেচ্ছুকদেরকে হজ্বে গমনের বিভিন্ন সহযোগীতা প্রদানের মাধ্যমে সেবা প্রদান করা হয়।

৯। ইমাম মোয়াজ্জিনদের সাহায্য ঋণপ্রদান: ইমাম মোয়াজ্জিন কল্যানট্রাষ্টের মাধ্যমে দরিদ্র অসহায় ইমাম মোয়াজ্জিন দেরকে সাহায্য ও সুদ মুক্ত ঋণ প্রদানের মাধ্যমে সেবা প্রদান করা হয়।

১০। সরকারী যাকাত ফান্ড :দুস্থ, বিধবা ও এতিম শিক্ষার্থীগণকে উপজেল নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সাহায্যের আবেদন করলে জেলা যাকাত কমিটি সিদ্ধান্তক্রমে  সেবা প্রদান করা হয়।

১১। বই বিক্রয় : ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত বিভিন্ন মূল্যবান গ্রন্থ বিশেষ কমিশনে বিক্রি করে

সেবা প্রদান করা হয়।

১২।জেলা পাঠাগার: ইসলামিক ফাউন্ডেশন জেলা পাঠাগারে মূল্যবান বইপত্র,দৈনিক পত্রিকা রাখা হয়,জনগণ বই পত্রিকা পাঠের মাধ্যমে সেবা গ্রহণ করে থাকেন।

১৩।সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী আলোচনা: মসজিদের ইমামগণের মা্ধ্যমে সন্ত্রাস জঙ্গিবাদের বিরোদ্ধে আলোচনা করে সন্ত্রাস নিমূলের মাধ্যমে সেবা প্রদান করা হয়।

১৪। বাল্য বিবাহ ও মাদকাসক্ত প্রতিরোধ: বাল্যবিবাহ ও মাদকাসক্ত এর কুফল সর্ম্পকে জনগণকে অবহিত করে জনগণকে সেবা প্রদান করা হয়।